Best 25 Rabindra Sangeet Lyrics - ২৫ টি সেরা রবীন্দ্র সঙ্গীত লিরিক্স
বাংলা সাহিত্য যাকে বাদ দিলে সম্পূর্ণ হয়না তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সাহিত্য, বিজ্ঞান, আধুনিকতার পাশাপাশি গানের জগতেও রয়েছে তাঁর বিশাল ব্যাপ্তি। সমগ্র বাঙালির কাছে রবীন্দ্রসঙ্গীত হল একটা আবেগ যা যুগের পর যুগ ধরে বাঙালির কাছে নতুন হয়েই রয়ে যাবে। প্রেম, বিরহ, প্রকৃতি প্রায় সমস্ত বিষয়ের উপরেই তিনি গান লিখেছেন। প্রায় ১৯১৫ টির ও বেশি গান রচনা করেছেন। এতগুলি গান একসঙ্গে শোনা সম্ভব নয়। তাই তাঁর লেখা যে রবীন্দ্রসংগীত গুলি সবচেয়ে বেশি জনপ্রিয় তারই তালিকা (Rabindra Sangeet List) আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি।
List of Rabindra Sangeet Lyrics
Here is the list of most popular Rabindra Sangeet Lyrics of all time. You can read the lyrics in bengali as well as in english. We hope you will enjoy it.
শেষ কথা
উপরের লিস্ট থেকে আপনার পছন্দের রবীন্দ্র সংগীত টি নিশ্চই পেয়ে গেছেন। আরো এরকম পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলে।