ওই পাহাড়ের দেশে Oi Paharer Deshe Lyrics in Bengali - Abir Biswas

Oi Paharer Deshe Lyrics in Bengali Sung, written and composed by Abir Biswas. It stars Abir Biswas, Susmita Bhowmik, Ankita Dev Roy, Mr Slow, Saptadwip Bar And Arpan Kumar Roy.
Oi Paharer Deshe Song Details
🎬 Movie / Album | New Bengali Song 2024 |
📌 Song Name | Oi Paharer Deshe |
🎵 গান | ওই পাহাড়ের দেশে |
🎤 Singer(s) | Abir Biswas |
🎧 Tune / Music | Abir Biswas |
✍️ Lyricist | Abir Biswas |
🏷️ Music Label | AB Studios |
🗓️ Release On | 2024-01-27 |
Oi Paharer Deshe Music Video
Oi Paharer Deshe Lyrics in Bengali - Abir Biswas
আমার সাথে ঘুরতে যাবি
ওই পাহাড়ের দেশে
সবাই মিলে হারিয়ে যাবো
মেঘের ভেলায় ভেসে
নদীর জলে ভাসিয়ে দেবো
চিন্তা আছে যত
মানবো না আর কোনো বাধা
উড়বো পাখির মতো
বিহুরে লগন মধুরে লগন
অকাশে বাতাসে লাগিল রে
চম্পা ফুটিছে চামলী ফুটিছে
তার সুবাসে ময়না আমার নাচিলো রে
পাহাড়ে আছে এক মিষ্টি মেয়ের বাসা
দুষ্টু হাসি তার মিষ্টি মুখের ভাসা
পাহাড়ে আছে এক মিষ্টি মেয়ের বাসা
দুষ্টু হাসি তার মিষ্টি মুখের ভাসা
সেইখানে আটকে গেছে আমার ভালোবাসা
ওই চলনা সবাই ঘুরতে যাবো
ওই পাথরের দেশে
নীল আকাশে পাখির মতো
উড়বো হেসে হেসে
চলনা সবাই হারিয়ে যাবো
ওই পাথরের দেশে
ওরে নীল আকাশে পাখির মতো
উড়বো হেসে হেসে
বৃষ্টি হবে টাপুর-টুপুর ভিজবো সবাই মিলে
সবুজ ঘাসের উপর বসে গাইবো দুলে দুলে
বিহুর এ লগন মধুর এ লগন
অকাশে বাতাসে লাগিল রে
চম্পা ফুটিছে চামলী ফুটিছে
তার সুবাসে ময়না আমার নাচিল রে
ওই পাহাড়ের দেশে লিরিক্স
Amar sathe ghurte jabi oi paharer deshe
Sobai mile hariye jaabo megher bhelay bhese
Nadir jole vasiye debo chinta aache joto
Manbo na aar kono baadha urbo pakhir moto
Bihure logon modhure logon
Akashe batashe lagilo re
Champa futiche chamli phutiche
Taar subase moyna amar nachilo re
Pahare ache ek misti meyer basa
Dustu hasi taar misti mukher bhasa
Seikhane aatke geche amar valobasha
Cholna sobai ghurte jabo oi pathorer deshe
Neel akashe pakhir moto urbo hese hese
Bristi hobe tapur tupur vijbo sobai miley
Sobuj ghaser upor bose gaibo dule dule